রবিবার, ১২ জুন, ২০২২

বেনামাজিদের আজাব বা শাস্তি, নামায না পড়ার শাস্তি

যারা নামায পড়ে না তাদের জন্য আল্লাহ ১৫টি আজাব দেবেন। যার ভেতর ৬টি দুনিয়ায়, ৩টি মৃত্যুর সময়, ৩টি কবরে দেওয়া হয় এবং বাকি ৩টি দেওয়া হবে হাশরের সময়। চলুন দেখে নেই আজাব বা শাস্তিগুলি কি কিঃ

দুনিয়াতে বেনামাজিদের যে ৬টি আজাব দেওয়া হয় : 

১. বেনামাজিদের ইসলামের মূল্যবান নেয়ামতসমূহ হতে বঞ্চিত করা হয়। 

২. তারা যে যা কিছু নেক কাজ করবে, তার কোনো সওয়াব পাবে না। 

৩. আল্লাহ পাকের সমস্ত ফেরেশতা বেনামাজিদের ওপর অসন্তুষ্ট থাকবে। 

৪. আল্লাহ বেনামাজিদের চেহারা হতে নেক লোকের চিহ্ন উঠিয়ে নেন। 

৫. তার দোয়া আল্লাহ পাকের নিকট কবুল হয় না। 

৬. বেনামাজিরা জীবনে কোনোরূপ বরকত পাবে না। 


মৃত্যুর সময় বেনামাজিদের যে ৩টি আজাব দেওয়া হয় : 

১. ভীষণ দুর্দশাগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করবে। 

২. ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 

৩. মৃত্যুর সময় তার এত পিপাসা পাবে যে, তার ইচ্ছা হবে দুনিয়ার সমস্ত পানি পান করে ফেলতে। 


কবরে যে ৩টি আজাব বেনামাজিদের দেওয়া হয় : 

১. তার কবরটি এত সংকীর্ণ হবে যে, এক পাশের হাড় আরেক পাশের হাড়ের সংগে মিলিত হয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। 

২. তার কবরে দিবারাত্রি সবসময় আগুন জ্বালিয়ে রাখা হবে। 

৩. আল্লাহ তার কবরে একজন আজাবের ফেরেশতা নিযুক্ত করবেন। তার হাতে থাকবে লোহার মুগুর। সে মৃত ব্যক্তিকে বলতে থাকবে, ‘দুনিয়ায় কেন সালাত পড় নি। আজ তার ফল ভোগ কর।’এটা বলে ফজর নামায না পড়ার জন্য ফজর হতে জোহর পর্যন্ত, জোহর নামাজ না পড়ার জন্য জন্য জোহর থেকে আছর পর্যন্ত, আছরের নামাজ না পড়ার জন্য জন্য আছর হইতে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার জন্য জন্য মাগরিব হইতে এশা পর্যন্ত এবং এশার নামাজের জন্য এশা হইতে ফজর পর্যন্ত লোহার মুগুর দিয়ে তাকে আঘাত করতে থাকবে। আর বাকি ৩টি শাস্তি দেওয়া হবে রোজ হাশরের দিন অর্থাৎ কিয়ামতের ময়দানে। তাই আসুন আমরা সবাই নিয়মিত এবং সময়মত নামায আদায় করি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন